শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বাড়ির ছাদ থেকে মেছোবাঘের শাবক উদ্ধার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪

কক্সবাজার টেকনাফ পৌরসভার ইসলামাবাদ গ্রামের একটি বাড়ির ছাদের লাকড়ির ঝোপের ভেতর থেকে তিনটি মেছো বাঘের শাবক উদ্ধার করেছে বনবিভাগ। শাবকগুলো বর্তমানে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয় হেফাজতে রয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে টেকনাফের ইসলামাবাদ বিজিবি রোডের পাশে আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মেছোবাঘের শাবকগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ রেঞ্জ অফিসার আব্দুর রহমান। 

তিনি বলেন, শনিবার বিকেলে খবর আসে টেকনাফ ইসলামাবাদ বিজিবি রোডের পাশে আব্দুস সালাম নামে এক ব্যক্তির বাড়ির ছাদে মা মেছোবাঘ সহ ৩ টি শাবক অবস্থান করছেন। এমন খবর পেয়ে  টেকনাফ রেঞ্জ অফিসের সদস্যরা মেছোবাঘটা ধরতে ওই বাড়িতে পৌঁছে, পরে বাঘটা আটকানোর চেষ্টা করা হলে,মা মেছোবাঘটা জাল ছিঁড়ে লাফ দিয়ে পালিয়ে যান। 

তিনি আরও বলেন, পরে মেছোবাঘের শাবক ৩ টি উদ্ধার করে টেকনাফ রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। উদ্ধার মেছোবাঘের শাবক ৩টি বনে অবমুক্ত করার আগে তাদেরকে দুধ খাওয়ানো হচ্ছে। পরে সেগুলো বনে অবমুক্ত করা হবে। 

এই নিয়ে টেকনাফ সাবরাং ও সদর থেকে চারবার মেছোবাঘের শাবক উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি
 
unib