বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি যাচ্ছেন নির্বাচন কর্মকর্তারা: নির্বাচন কমিশনার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৭

আগামী নির্বাচনের জন্য সঠিক ও নির্ভুল ভোটার তালিকা তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, 'একটি মডেল নির্বাচন আয়োজন করতে হলে প্রথম শর্ত হলো নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। তাই এবার ভোটার তালিকা হালনাগাদের কাজ সরাসরি ভোটারদের বাড়ি গিয়ে করা হচ্ছে।'

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে নিয়ামতপুর উপজেলা পরিষদের হলরুমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নির্বাচন কমিশনার আরও বলেন, 'ভবিষ্যতে যে নির্বাচন হবে, তা হতে হবে স্বচ্ছ, বিতর্কহীন, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ। এজন্য আমাদের নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।'  

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের তারিখ নির্ধারণ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে কমিশন তার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।  

উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিশনারের একান্ত সচিব জাকির হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোতালেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ।  

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।  

ইত্তেফাক/টিএইচ
 
unib