বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বিসিবির প্রেস কনফারেন্স 

প্রশ্ন করতে না পারায় ক্ষুব্ধ রিয়াসাদ আজিম 

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪২

শেষের পথে বিপিএলের একাদশ আসর। একের পর এক বিতর্ক জড়িয়েছিল পুরো আসর জুড়ে। ক্রিকেটারদের পারিশ্রমিক-বিতর্কের রেশ না কাটতেই স্পট ফিক্সিং বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। 

শনিবার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে খবর আসে দেশত্যাগে নিষেধাজ্ঞা পেয়েছেন ক্রিকেটার এনামুল হক বিজয়। বিসিবির দুর্নীতি দমন বিভাগের একটি সূত্র দেশের একটি গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন। যদিও পরে বিসিবির শীর্ষ পর্যায় থেকে পরে জানানো হয় তাদের পক্ষ থেকে কাউকে এ রকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এমন ঘটার মধ্যে রাতে প্রেস কনফারেন্স করে বিসিবি। সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে প্রশ্ন করতে গেলে বাধা পাওয়ার অভিযোগ এনেছেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম। এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

রিয়াসাদ আজিম বলেন, 'আজকে আমি প্রশ্ন করতে গিয়েছি, সেখানে প্রশ্ন করা যায় না। খুবই দুঃখজনক। প্রেস কনফারেন্স মানে কী, সেখানে আপনি প্রশ্ন করতে পারবেন। প্রেসের কাছে মুখোমুখি হবেন কর্তা-ব্যক্তিরা। সেই জায়গায় যখন প্রেসকে প্রশ্ন করতে বাধা দেওয়া হয় সেটি দুঃখজনক।'

সংবাদ সম্মেলন ১ ঘণ্টা দেরিতে শুরু হয়। যা নিয়েও ক্ষোভ প্রকাশ করে এই ক্রীড়া সাংবাদিক আরও বলেন, 'সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ৮টায়। সেখানে ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর সাংবাদিকদের যখন শুনতে হয় কোনো প্রশ্ন করা যাবে না এই দায় কি সাংবাদিকদের। আপনারা দেরি করে এসেছেন, আমরা প্রশ্ন করতে পারবো না কারণ তাড়াতাড়ি বাসায় যাবেন। খুব ভালো বিপিএল হচ্ছে!'

ইত্তেফাক/জেডএইচ
 
unib