সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সিলেটে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৫

সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল এএসপি  আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে উনিশ মাইল সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেয়ার পর আরও তিনজন মারা যান।

নিহতদের মধ্যে চারজন হলেন: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমইল্লা গ্রামের প্রাইভেটকারচালক সুহেল (৪০) , শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। 

 

 
 
ইত্তেফাক/এএম
 
unib