দু’দিন ধরে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকলেও চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কমেছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা ও ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। এভাবে গত কয়েক দিনে তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল সর্বশেষ শৈত্যপ্রবাহের সময়।
এদিকে, তাপমাত্রার এই পরিবর্তনে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। রাস্তায় হালকা পোশাক পরে চলাফেরা করা শ্রমিকরা জানান, আগের দিনের তীব্র শীতের কারণে কাজ করতে কষ্ট হচ্ছিল, তবে বর্তমানে আবহাওয়া সহনীয় হওয়ায় কাজ করা সহজ হয়েছে।
কৃষকরা জানান, শীত কমে যাওয়ায় মাঠে কাজ করতে সুবিধা হচ্ছে, তবে আবার ঠান্ডা পড়বে কিনা, তা নিয়ে চিন্তা রয়েছে।
শীতের তীব্রতা কমে যাওয়ায় শীতের কাপড়ের বিক্রি কমে গেছে। ব্যবসায়ীরা জানান, কয়েকদিন আগে শীতের পোশাক বিক্রি হলেও বর্তমানে মানুষ হালকা পোশাকেই স্বস্তি পাচ্ছেন, যার ফলে বিক্রিতে ধীরগতি দেখা যাচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, আকাশে মেঘ থাকার কারণে তাপমাত্রা বেড়েছে। পশ্চিম দিক থেকে আসা মেঘের কারণে উত্তরের হিমেল বাতাস বাধাগ্রস্ত হয়ে শীতের তীব্রতা কমেছে। তবে, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে মেঘ কেটে গিয়ে আবহাওয়া আবারও পরিবর্তিত হতে পারে এবং তাপমাত্রা কমে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামবে।