শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

রক্ত দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই চাচাতো ভাই

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রক্ত দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আলীয়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিহাব উদ্দিন (২৫) ও বোরহান উদ্দিন (২৪)। শিহাব পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে এবং বোরহান উদ্দিন একই এলাকার ফরিদ মিয়ার ছেলে।

রাসেল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে বোরহান মারা যান।

নবীনগর উপজেলায় ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাব ও বোরহান অতন্ত ভদ্র-নম্র ছিলেন। তারা দুইজন মানুষের বিপদে যে কোনো অবস্থায় ছুটে যেতেন। সকালে কোম্পানীগঞ্জে এক রোগীকে মোটরসাইকেলযোগে রক্ত দিতে যাওয়ার পথে আলীয়াবাদ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এমএএস
 
unib