শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় শিহাব উদ্দিন (২৫) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই বোরহান (৩৫) গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নবীনগর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র শিহাব চাচাতো ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাস্তার পাশের একটি গাছে তাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও অস্পষ্ট। প্রত্যক্ষদর্শীরা মনে করছেন মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগেছে, আবার কেউ কেউ অনুমান করছেন অন্য কোন যানবাহন তাদের চাপা দিয়ে থাকতে পারে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বোরহানকে প্রাথমিক চিকিৎসার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিয়ে যান।

একমাত্র ছেলে হারিয়ে শিহাবের পরিবার শোকে স্তব্ধ। স্থানীয়রাও গভীর শোকাহত। শিহাব নবীনগর চেচ্ছা সেবী ব্লাড ফাউন্ডেশন এবং নবীনগর নামা হেল্পলাইনের সক্রিয় সদস্য ছিলেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, প্রাথমিক তদন্তে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগার কারণে শিহাব নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, নিহতের পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি।

ইত্তেফাক/এএইচপি
 
unib