সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।  

প্রাইভেটকার চালকের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ভোরে মুন্সীরবাজার এলাকায় বাসের ধাক্কায় একটি পিকআপভ্যান সড়ক থেকে উল্টে গেলে চালকসহ দুজনের মৃত্যু হয়। এসময় বাসের পেছনে ধাক্কা খেয়ে একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। প্রচুর কুয়াশা থাকায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। ফলে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইত্তেফাক/এএইচপি
 
unib