সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি এর ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এমডিআর) পরি-ে ষবাটি আরো উন্নত করেছে। এই এমডিআর পরিষেবার মাধ্যমে বর্তমানে বিশ্বজুড়ে ২৬ হাজারের বেশি প্রতিষ্ঠান সুরক্ষা পাচ্ছে এবং ২০২৪ সালে এমন গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৭ শতাংশ। সফোস এমডিআর বৃহত্তর পরিসরে সুরক্ষা দিতে সক্ষম।
তারা সাধারণ সাইবার হামলা নিয়ন্ত্রণ করা ছাড়াও সম্পূর্ণভাবে সাইবার হামলার ঘটন-গগুলোর প্রভাব বা ইন্সিডেন্ট রেসপন্স নিয়ে কাজ করে। যেমন-সাইবার হামলার মূল কারণ বিশ্লেষণ, হাম-লাকারীদের দ্বারা ব্যবহৃত ক্ষতিকারক টুলস অপসারণ এবং পুনরায় সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করে গ্রাহক-দের সুরক্ষার নিশ্চিতকরণ। সফোস পরিষেবাটির বি-শেষ বৈশিষ্ট্য হলো, এটি ইনসিডেন্ট রেসপন্সের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা প্রদান করে। যেখানে গ্রাহকদের অতিরিক্ত কোনো অর্থ দিতে হয় না।
সফোস তাদের এমডিআর পরিষেবাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ফিচার যুক্ত করেছে। এতে সাইবার হুমকি শনাক্তকরণ, প্রতিরোধ এবং অনুসন্ধানের কার্যক্রমকে আরো উন্নত করেছে। এমডিআর পরিষেবায় নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে-গ্রুপ অব ভ্যালু ড্যাশ-বোর্ড যা সাইবার থ্রেট শনাক্তকরণের কাজ তুলে ধরে। মাইক্রোসফট গ্রাহকদের জন্য উন্নত মাইক্রোসফট অফিস ৩৬৫। তৃতীয় পক্ষের সঙ্গে ইন্টিগ্রেশনে টেনাবেল দ্বারা সার্টিফাইড সফোস ম্যানেজড রিস্ক পরিষেবা। এআই-ভি-ত্তিক ওয়ার্কফ্লো যা সাইবার হামলাগুলো বিশ্লেষণে সক্ষম-তা এবং অটোমেশন বৃদ্ধি করে।