রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৩

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (CUB) এর স্থায়ী ক্যাম্পাসে আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের দল অংশগ্রহণ করে এবং খেলোয়াড়দের ব্যতিক্রমী ক্রিকেটিং দক্ষতা ও দলগত সমন্বয় ম্যাচগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে।

রোববার (২ ফেব্রুয়ারি) গ্র্যান্ড ফিনালে ব্ল্যাকআউটস ও CUB অল স্টারদের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। CUB ব্ল্যাকআউটস দল চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। অসাধারণ পারফরম্যান্সের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাফিনকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।  

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, এক্সিকিউটিভ চেয়ারম্যান জনাব জাবেদ হোসেন, উপাচার্য প্রফেসর ড. এইচ এম জহিরুল হক এবং উপ-উপাচার্য প্রফেসর ড. গিয়াস উ আহসান।  

CUB স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে আরও উৎসবমুখর হয়ে ওঠে।

ইত্তেফাক/এএইচপি
 
unib