শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

‘নারায়ে তাকবির’ স্লোগানে টেন্ডার বক্স লুটের অভিযোগ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৮

রাজশাহীর পবা উপজেলা পরিষদ চত্বরে ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে হাট-বাজার ইজারার টেন্ডার বাক্সের দরপত্র লুটের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। এতে জড়িতরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’ শ্লোগান দিচ্ছিলেন বলে দাবি করেন স্থানীয় যুবদলের এক নেতা। ওই যুবদল নেতাও লোকজন নিয়ে দরপত্র দাখিল করতে যান।

পবার ইউএনও কার্যালয় সূত্র জানায়, ১৪৩২ বঙ্গাব্দের জন্য পবা উপজেলার ১২টি হাট—বাজার ইজারা দিতে গত ১৫ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। টেন্ডার বাক্স রাখা ছিল ইউএনও’র কার্যালয়ের নিচতলায়। সেখানে একপক্ষ আরেকপক্ষকে দরপত্র দাখিলে বাধা প্রদান করে। এসময় আগ্রহীরা বাধা উপেক্ষা করে দরপত্র দাখিল করলে প্রতিপক্ষ ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে টেন্ডার বাক্স ভেঙে সব দরপত্র লুট করে নিয়ে যায় এক পক্ষ।

এ সময় নগরীর মখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক শাকিলুর রহমান রন (৪২) ছুরিকাঘাতে আহত হন।

তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শাকিল জেলা যুবদলের এক সাবেক যুগ্ম আহ্বায়কের সঙ্গে দরপত্র জমা দিতে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা যুবদলের ওই নেতা বলেন, ‘মূলত খড়খড়িম হাট—বাজার ইজারার দরপত্র নিয়ে বিরোধ সৃষ্টি হয়। তারা দরপত্র জমা দিতে গেলেই প্রথমে গেটের কাছে কয়েকজন বাধা দেয়। এরপরও তারা ব্যাংক ড্রাফট করেন এবং বাক্সে দরপত্র জমা দিতে যান। তখন  হামলা হয়। একপর্যায়ে বাধাদানকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ছাড়াও ৮/১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বাক্স খুলে সব দরপত্র লুট করে নিয়ে যায়। ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ এবং টেন্ডার বাক্স থেকে দরপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় হামলাকারীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ শ্লোগান দিয়েছে।

তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের এমন এক সাবেক নেতা বলেন, আমি দরপত্র জমা দিতে গিয়েছিলাম ঠিক। তবে দরপত্র লুটের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। এই ঘটনা স্থানীয় যুবদল ও বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব বলে দাবি করেন তিনি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, ‘গুলি ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে সেনাবাহিনীর সদস্যরাও গিয়েছিলেন। টেন্ডার বাক্সে জমা সব দরপত্র লুট করা হয়েছে। শুধু বাক্সটি পড়ে ছিল।  উপজেলা প্রশাসন যেভাবে চাইবে সেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পবার ইউএনও আরাফাত আমান আজিজ সাংবাদিকদের বলেন, ‘দরপত্র জমার সময় ছিলো সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সকাল থেকে বেশ কয়েকটা দরপত্র জমাও পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই দুইপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। এসময় দরপত্র বাক্স ভেঙে জমা হওয়া দরপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। আমরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেব।’

এখন দরপত্রের কী হবে জানতে চাইলে ইউএনও বলেন, সাধারণত দরপত্র জমাদানের একাধিক সময় নির্ধারণ করা থাকে। আগামী ডেট আছে ৬ ও ৭ এপ্রিল। ইজারা প্রক্রিয়া বাতিল হবে না।

ইত্তেফাক/এপি
 
unib