ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঁঞার বেকের বাজার এলাকায় দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নোয়াখালী থেকে দাগনভূঁঞা আসার পথে ওই মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তাৎক্ষণিক নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ওই মোটরসাইকেলটি। এসময় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
দাগনভূঁঞা মডেল থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটিতে ৩ জন আরোহী ছিলেন। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ২ জন এবং আরেকজন হাসপাতালে মারা যান।