শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

আখাউড়ায় ২ ভারতীয় নাগরিক আটক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪১

শুল্ক প্রদানের রশিদ বা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বিপুল পরিমাণ ভারতীয় ভেকসিন ইঞ্জেকশন এবং ১১২ পাতা ভারতীয় ট্যাবলেটসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুর এলাকায় তাদের বহনকারী সিএনজি গাড়ি থামিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক ভারতীয়রা আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশে এসেছিলেন। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাদেরকে আটক করে।

আটকরা হলো- পশ্চিম বঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার প্রদীপ দত্ত (৬০) ও উত্তর ২৪ পরগনার গৌতম দত্ত (৫৩)।

থানা সূত্রে জানা যায়, ভারতীয় ঔষধের শুল্ক প্রদানের কোনো রশিদ বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। কর ফাঁকি দিয়ে ভারতীয় ওষুধ বাংলাদেশে আনার দায়ে আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন, বলেন আসামিদেরকে আদালত পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএস
 
unib