বাজারে নিষিদ্ধ পলিথিন- এমন খবর শুনেই বাড়ানো হয়েছে পলিথিনের দাম। যে পলিথিন বিক্রি হতো কেজিপ্রতি ২০০ টাকায়, তা ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকায়।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে এমন চিত্র। নিষিদ্ধের পরও উৎপাদন বন্ধ না হওয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় দায়িত্বশীলদের উদাসীনতাকে দায়ী করছে সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা গেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সব ধরনের পলিথিন ব্যাগ ও কাগজ ব্যবহার নিষিদ্ধ হয়। বিভিন্ন কাঁচা বাজার ও দোকানে পলিথিন ব্যাগ ও বড় পলিথিনের রোল থাকায় অর্থদণ্ডও করা হয়। পলিথিন ব্যবহার বন্ধে চালানো হয় সচেতনতা। তবে এত উদ্যোগের পরও কাঁচাবাজার, মুদি দোকানে পলিথিনের লাগাম টানা যায়নি। বরং ছোট, মাঝারি, বড় আকৃতির পলিথিন ব্যাগ এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণসহ অন্যান্য কাজে ব্যবহৃত পলিথিনের রোল কেজি দাম বেড়েছে প্রতি ২০ টাকা।
পাইকারী বিক্রেতা নিতাই সাহা জানান, সব ধরনের পলিথিনের দাম কেজি প্রতি ২০ টাকা করে বেড়েছে। আগে কেজিপ্রতি ২০০ টাকা বিক্রি হতো। এখন বিক্রি হচ্ছে ২২০ টাকা দরে।
ব্যবহারকারী ও বিক্রেতারা বলছেন, মানুষের নিত্যদিনের ব্যবহারের জন্য সহজলভ্য বিকল্প ব্যাগ বাজারে না আসলে পলিথিনের ব্যবহার কমানো চ্যালেঞ্জিং হবে।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে জয়পুরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন বলেন, পলিথিনি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা মেনে যদি মানুষজন পলিথিন ব্যবহার না করে তাহলে তো আর দাম বাড়বে না।