জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির কাছে আমানত রেখে প্রতারিত হওয়ায় টাকা উদ্ধারের দাবিতে উপজেলা পরিষদ অফিস ঘেরাও করে রেখেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত কার্যালয়ের সামনে অবস্থান ধরে রেখেছেন তারা। অবস্থান চলাকালে প্রতারণাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে সকালে টাকা উদ্ধারের দাবিতে উপজেলার শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগীদের সঙ্গে উপস্থিত ছিলেন বালিজুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিবলুল বারী রাজুর।
ওই সমাবেশে বক্তারা বলেন- আল আকাবা, সমবায় সমিতি, শতদল, স্বদেশ, নবদ্বীপ,রংধনুসহ শতাধিক সমবায় সমিতি মাদারগঞ্জ উপজেলা থেকে প্রায় ২০ হাজার লোকের কাছ থেকে শত শত কোটি টাকা আমানতের নামে টাকা আত্মসাত করে। তারা অফিস তালাবদ্ধ করে গাঁ ঢাকা দিয়েছে। অবিলম্বে তাদের সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে টাকা ফেরত এবং বিচারের আশ্বাস না দেয়া পর্যস্ত তারা উপজেলা পরিষদের সামনে অবস্থান চলবে।