শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৭

যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রহিমা খাতুন এই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। ঘটনার পরপর অভিযুক্ত অপু হোসেন (৩০) ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে গেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রহিমা খাতুনের ছেলে মিজানুর প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপুর কাছে টাকা পাবে। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায়ই দুই পরিবারের মাঝে ঝগড়া হতো। মঙ্গলবার দুপুরবেলা রহিমা মাঠে কলা পাড়তে যাওয়ার পথে অপুদের বাড়ির সামনে আসলে অপু ও রহিমার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অপু রহিমাকে মারধর করতে করতে পাকা রাস্তার উপর ফেলে দিলে রহিমা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারান।

স্থানীয় ও পরিবারের লোকজন রহিমাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কাজ করছে।

ইত্তেফাক/এমআর/এমএএস