রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

টেকনাফের ইউপি চেয়ারম্যান খোকন গ্রেপ্তার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫২

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ শামলাপুরের নিজ বাড়ি তাকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করেন পরিদর্শক (তদন্ত) হিমেল রায়।

তিনি জানান, বাহার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকন জুলাই-আগস্ট গণআন্দোলনে টেকনাফের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামী।

ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতির একটি মামলাও রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, গোপন সংবাদে খবর পেয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনকে আটক করা হয়েছে। এর আগেও তাকে আটকে কয়েক দফা অভিযান চালানো হয়েছে।

সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেই বার বার সরে যাওয়ায় তাকে তখন আটক করা সম্ভব হয়নি। সবশেষ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয় বলে ওসি জানান।

ইত্তেফাক/এএইচপি
 
unib