সৌদি আরবের এক নাগরিককে হেলিকপ্টারে চড়িয়ে নিজের গ্রামে ঘুরতে এসেছেন মো. মোবারক হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশি।
বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোহনপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় একটি হেলিকপ্টারে চড়ে উপজেলার আলী আহাম্মদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তারা।
সৌদি আরবের ওই নাগরিকের নাম মির্জা আবু ফয়সাল। মোবারক হোসেন মোহনপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানায়, মোবারক হোসেন কয়েক বছর ধরে সৌদি আরবের দাম্মাম শহরের বাসিন্দা মির্জা আবু ফয়সাল এর মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরির সুবাদে মালিকের (কফিল) সঙ্গে সুসম্পর্ক হয় মেবারকের। মঙ্গলবার দিবাগত রাত ৩ টা ৪৫ মিনিটের দিকে দাম্মাম থেকে ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। এরপর বুধবার দুপুরের দিকে হেলিকপ্টার ভাড়া করে আবু ফয়সালকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে মতলব উত্তরের গ্রামে আসেন মোবারক হোসেন।
প্রবাসী মোবারককের সঙ্গে তার সৌদি মালিকের গ্রামে আসার খবরে সকাল থেকেই উৎসুক জনতা আলী আহাম্মদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে ভিড় করেন। সৌদি থেকে আসা নাগরিককে বরণ করে নিতে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। দুপুরের দিকে হেলিকপ্টার আলী আহাম্মদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন ফুলের মালা দিয়ে এলাকাবাসী তাদের দুইজনকে বরণ করে নেন। পরে সেখান থেকে বাহেরচরের নিজ বাড়িতে মির্জা আবু ফয়সালকে নিয়ে যান মোবারক হোসেন।
প্রবাসী মোবারক হোসেন বলেন, আমার কফিল (মালিক) একজন ভ্রমণপিপাসু মানুষ। তিনি বাংলাদেশ খুব পছন্দ করেন। কাজ করার সময় প্রায়ই বলতেন, আমি তোমার দেশে যাবো। তাই তাকে আনার সিদ্ধান্ত নিই। আমরা আগে থেকে চিন্তা করি তাকে নিয়ে হেলিকপ্টারে করে গ্রামে যাবো। তাই ঢাকা থেকে হেলিকপ্টারে করে চলে আসি। তিনি ১ সপ্তাহ বাংলাদেশে থাকবেন।
সৌদি নাগরিক মির্জা আবু ফয়সাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আমার খুব ভালো লাগার একটি দেশ। আমি এর আগে শুনেছি বাংলাদেশের মানুষ খুব আন্তরিক। এখানে মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ। এখানকার গ্রামীণ পরিবেশ আমার ভীষণ ভালো লেগেছে।