রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

অস্ত্র ঠেকিয়ে টেকনাফের পাহাড় থেকে ৫ কৃষককে অপহরণ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৯

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাশের কৃষি জমিতে কাজ করার সময় স্থানীয় ৫ কৃষককে ধরে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের কাছে অস্ত্র ছিল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দিকে টেকনাফ বাহার ছড়া চাকমা পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হুমায়ূন কবির।

অপহৃতরা হলেন-টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাসান আলী,তায়েফ উল্লাহ,মো. ইউসুফ মো. ফেরদৌস, কফিল উদ্দিন। 

৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হুমায়ূন কবির জানান, বুধবার দুপুরে দিকে বাহার ছড়া ৫ নম্বর ওয়ার্ড চাকমা পাড়া পাহাড়ের পাশে থাকা ক্ষেতের জমিতে স্থানীয় কৃষকরা কাজ করছিলো। এ সময় অস্ত্রধারী পাহাড়ি ডাকাতদল সেখান থেকে অস্ত্র ঠেকিয়ে ৫ জন কৃষককে অপহরণ করে পাহাড়ে ভেতরে নিয়ে গেছে। এখনও অপহৃত কৃষকদের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধারে চেষ্টা করেন।

টেকনাফ বাহার ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শোভন কুমার শাহা জানান, চাকমা পাড়া ক্ষেতের জমি থেকে ৫ কৃষক অপহরণের ঘটনাটি শুনেছি। স্থানীয়দের সহায়তায় পুলিশের টিম অপহৃতদের উদ্ধারে অভিযান পরিচালনা করে। তবে তাদেরকে গভীর পাহাড়ে দিকে নিয়ে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।

ইত্তেফাক/এপি
 
unib