দিনাজপুর বীরগঞ্জে মাটি খুঁড়ে ৩৯৫ কেজি ওজনের কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে যৌথ বাহিনী। বিষ্ণু মূর্তিটি আনুমানিক ৩ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের।
বুধবার (৫ ফেব্রুয়ারি) র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক সাইফুল্লাহ নাঈম এ তথ্য জানান। এই ঘটনায় আক্কাস আলী (৫০) নামের এক পাচারকারীকে আটক করেছে যৌথ বাহিনী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে যৌথ অভিযানে শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার এলাকায় অভিযানে নামে যৌথ বাহিনী। এসময় আক্কাস আলীকে আটক করা হয়। পরে আক্কাস আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার কৃষক মৃত ছমির আলীর ছেলে খুরশেদ আলমের বাড়ির পেছনে মাটি খুঁড়ে পলিথিন মুঁড়িয়ে রাখা কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্কাস আলী র্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে মূর্তি ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা মূর্তি চোরাচালান করে আসছিল। আসামীদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা দায়েরসহ তাদের হস্তান্তর করেছে র্যাব।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর ঘটনা নিশ্চিত করে বলেন, ঐ কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি সংঘবদ্ধ চক্র আত্মসাৎ করতে চেয়েছিল কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য, ৩০ ইঞ্চি প্রস্থ ৩৯৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি আনুমানিক ৩ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।