বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ট্রাম্পের হুমকির পর সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করল মেক্সিকো

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর ১০ হাজার সদস্যকে জড়ো করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার টেক্সাসের সিউদাদ জুয়ারেজ ও এল পাসোকে পৃথককারী সীমান্তে এসব সেনা মোতায়েন করেছে মেক্সিকো।

প্রতিবেদনে জানানো হয়েছে, তিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশেও টহল দিতে দেখা গেছে সেনাদের। মুখোশধারী সদস্যরা সিউদাদ জুয়ারেজের উপকণ্ঠে সীমান্ত বরাবর টহল দিচ্ছে।

সীমান্ত বরাবর টহল দিচ্ছে মেক্সিকোর ন্যাশনাল গার্ড সদস্যরা। ছবি: সংগৃহীত

ট্রাম্প মেক্সিকোর ওপর অন্তত এক মাসের জন্য শুল্ক আরোপ বিলম্বিত করার ঘোষণা দেওয়ার পর সীমান্তে এক অশান্ত সপ্তাহের পর এমন ঘটনা ঘটলো।

এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম প্রতিশ্রুতি দিয়েছেন, সীমান্তে ফেন্টানিল চোরাচালান বন্ধে তিনি দেশটির ন্যাশনাল গার্ড পাঠাবেন।

গত এক বছরে অভিবাসনের মাত্রা এবং মাদক পাচার উল্লেখযোগ্যভাবে কমে আসা সত্ত্বেও সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বলেছে, সংঘবদ্ধ চক্রের সহিংসতা রোধে মেক্সিকোতে আমেরিকান বন্দুক পাচার বন্ধ করতে আরও বেশি কিছু করবে সরকার। কেননা এসব সহিংসতা দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। অপরাধী গোষ্ঠীগুলো লাভজনক অভিবাসী 'চোরাচালান শিল্পকে' নিয়ন্ত্রণ করার জন্য লড়াইয়ে জড়াচ্ছে।

ইত্তেফাক/এসকে
 
unib