বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

হত্যার হুমকি পাওয়ায় সাধারণ ডায়েরি করলেন সুমাইয়া 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯

গতকাল সকালেই বাফুফে ভবনে এসেছেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়া। কথা বলেছেন বাফুফের সঙ্গে। দুপুরে বাফুফের মিডিয়া বিভাগের সহযোগিতায় থানায় ডায়েরি করেছেন সুমাইয়া। বাফুফে ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে মতিঝিল থানা। নিরাপত্তার কথা ভেবে এইটুকু পথ সুমাইয়াকে গাড়িতে পাঠানো হয়। সঙ্গে ছিলেন বাফুফের মিডিয়া ম্যানেজার খালীদ মাহমুদ নওমী। 

সুমাইয়া নিজে সাধারণ ডায়ারিতে স্বাক্ষর করেছেন। লিখেছেন তাকে কয়েক দিন ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। খুব বাজে কিছু ভাষায় গালি দেওয়া হয়েছে। সাইবার বুলিং করা হয়েছে। গণধর্ষণের কথা বলা হয়েছে। মতিঝিল থানায় প্রায় দেড় ঘণ্টা ছিলেন সুমাইয়া। স্বাক্ষর করে সাধারণ ডায়েরি জমা দিয়ে চলে এসেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি। 

গত মঙ্গলবার দুপুরে তার ফেসবুকে সুমাইয়া জানিয়েছেন তাকে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। কয়েক দিন ধরে এটি বলা হচ্ছে। বাফুফের অভ্যন্তরে প্রশ্ন উঠছে কয়েক দিন ধরে যদি সুমাইয়াকে এরকম হুমকি দেওয়া হয়, তাহলে সুমাইয়া কেন প্রথম দিনেই বাফুফেকে জানায়নি। কয়েক দিন ধরে অনবরত বলে যাচ্ছে অথচ সুমাইয়া বাফুফে ভবনের চার তলায় অবস্থান করেও দোতলায় বাফুফের কর্মকর্তাদেরকে জানাননি। বাফুফেকে জানিয়েছেন তার ফেসবুকে প্রকাশ করার পর। 

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সুমাইয়ার বিষয়টি জেনেছেন অন্য একটি মাধ্যমে। ইমরান জানিয়েছেন তিনি খবর পেয়ে নিজ উদ্যোগে সুমাইয়ার সঙ্গে কথা বলেন। সুমাইয়া নিজে জানাননি তিনি হুমকি পাচ্ছিলেন।

গত মঙ্গলবার পরীক্ষার কথা বলে বাফুফের ক্যাম্প থেকে ছুটি নিয়ে সুমাইয়া তার বাসায় গিয়েছেন। কয়েক দিন পর ফেরার কথা থাকলেও গতকাল ক্যাম্পেই রয়ে গেছেন। বাফুফে জানতো থানায় সাধারণ ডায়েরি শেষে বাসায় ফিরে যাবেন। কিন্তু সুমাইয়া ক্যাম্পে থেকে গেছেন।

ইত্তেফাক/জেডএইচ
 
unib