শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

গোমা দখলের পর কঙ্গোয় বিদ্রোহীদের হাতে ৩ হাজার নিহত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩২

গোমা শহর দখলের পর কঙ্গোর সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ চলছে। গত কয়েক দিনের এই সংঘর্ষে দেশটিতে ৩০০০ মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ বরাত দিয়ে এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে।

কঙ্গোতে জাতিসংঘ মিশনের উপ-প্রধান ভিভিয়ান ভ্যান ডি পেরে বুধবার (৫ ফেব্রুয়ারি) বলেন, সাম্প্রতিক দিনগুলোতে গোমার রাস্তা থেকে এখন পর্যন্ত দুই হাজার লাশ সংগ্রহ করা হয়েছে। হাসপাতালগুলোর মর্গে লাশ রয়েছে আরও ৯০০টির মতো।

ভিডিওকলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আমরা আশঙ্কা করছি এই সংখ্যা আরও বাড়তে পারে। বেশ কিছু এলাকায় এখনো পচে যাওয়া লাশ রয়েছে।

এদিকে, বহু লাশ উদ্ধারের পর সশস্ত্র বিদ্রোহী জোট অ্যালায়েন্স ফ্লুভ কঙ্গোর (এএফসি) শাখা 'এম২৩' মঙ্গলবার থেকে যুদ্ধবিরতির ঘোষণা করেছে। তবে জাতিসংঘ বুধবার জানিয়েছে, সরকার এই যুদ্ধবিরতিকে 'বিভ্রান্ত তথ্য' হিসাবে বর্ণনা করেছে। এখনো দক্ষিণ কিভু প্রদেশে ভারী লড়াইয়ের খবর পাওয়া গেছে।

ভূমি ও খনিজ সম্পদের মালিকানা নিয়ে দেশটিতে কয়েক দশক ধরে জাতিগত উত্তেজনা বিরাজ করছে। সহিংসতায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার নিরীহ মানুষ। এটিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকটগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়।

অপরদিকে, সংঘাত পরবর্তী সময়ে বিদ্রোহীরা গোমা শহরে একটি নতুন প্রশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলে জানা গেছে। তারা দক্ষিণ কিভু ও কিনশাসা অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। তারা বলছে, 'আমরা কিনশাসায় (রাজধানী) না পৌঁছানো পর্যন্ত লড়াই করব। আমরা গোমায় থাকতে এসেছি, পিছু হটব না।'

ইত্তেফাক/এনটিএম/এসকে
 
unib