বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি, নিহত ৩ 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় গত রাতে দেশটির পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অন্তত তিনজন পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

খাইবার পাখতুনখোয়া পুলিশ সেন্টার কার্যালয় থেকে বলা হয়েছে, কারাক বাহাদুর খেল এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা চতুর্পাশ থেকে একটি চেকপোস্টে গুলি চালায়। তারা ভারী ও হালকা অস্ত্র ব্যবহার করেছে। সেইসঙ্গে চেকপোস্টটি দখলের চেষ্টা চালায়। 

বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের হামলার জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই ঘণ্টাব্যাপী চলে এই গোলাগুলি। এরপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

জেলা পুলিশ কর্মকর্তা শেহবাজ ইলাহি বলেছেন, আহত পুলিশ সদস্যদের কারাক জেলা সদরদপ্তর হাসপাতালে এবং আহত তিনজনকে পেশাওয়ারে পাঠানো হয়েছে। এ ছাড়া নিহত তিন পুলিশ সদস্য- তাইমুর হায়াত, নাকিব এবং আদনানের আজ সকালে জানাজা পড়ানো হয়েছে। 

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে। সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সাল ছিল পাকিস্তানে সবচেয়ে প্রাণঘাতী বছর। 

ইত্তেফাক/এসআর
 
unib