সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় আফতর আলী নামের এক প্রহরীকে তার পরনের লুঙ্গি দিয়ে বেঁধে একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। একই এলাকা থেকে ছিনতাই করা হয় ৪টি সিএনজিচালিত অটোরিকশা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে প্রথমে পাগলা ইউনিয়নের একটি দোকানে হানা দেয় ডাকাতদল। এসময় ওই পয়েন্টের দায়িত্বে থাকা এক নৈশ প্রহরীকে লুঙ্গি দিয়ে বেঁধে দোকান লুটপাট করা হয়। পরে ব্রাহ্মণগাঁও পয়েন্ট থেকে তিনটি ও বীরগাঁও এলাকা থেকে একটিসহ মোট ৪টি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
নৈশ প্রহরী ষাটোর্ধ্ব আফতর আলী জানান, ভোর ৪টার দিকে ওয়াজ শুনছিলাম। হঠাৎ ৪ যুবক সামনে এসে গলায় ছুরি ধরে। আমি তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা আমার পরনের লুঙ্গি খুলে আমার হাত, মুখ ও চোখ বেঁধে দূরে একটি ট্রাকের নিচে ফেলে রাখে। তারপর কি হয়েছে আমি জানি না।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, আমাদের কাছে এই বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি, খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।