হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাসভবন ভাঙচুর ও আগুন লাগিয়ে পুড়ে দিয়েছে উত্তেজিত ছাত্র-জনতা। এ সময় মোহাম্মদ আলীর সাতটি স্পিডবাট ও চারটি ট্রলার লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
এদিকে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবনের সামনের অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় ও নেতাদের বাড়িঘর ভাঙচুর কার্যক্রম গত বৃহস্পতিবার গভীর রাতেও চলে। গতকাল শুক্রবারও বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।
এ সময় বুলডোজার দিয়ে বিভিন্ন স্থানে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দিয়ে বুধবার রাত থেকে ছাত্র-জনতা শুরু করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর। এর রেষ ছড়িয়ে পড়ে সারা দেশে।
অফিস, স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
নোয়াখালী : বৃহস্পতিবার রাতে হাতিয়া উছখালি বাজারের দক্ষিণে মোহাম্মদ আলীর বাসার দিকে উত্তেজিত ছাত্র-জনতা মিছিল নিয়ে যায়। এ সময় মোহাম্মদ আলীর অনুসারীদের সঙ্গে তাদের ধাওয়া-পালটাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় মিছিলে থাকা তিন জন আহত হন। এর জের ধরে রাত দেড়টার দিকে কয়েকশ ছাত্র-জনতা মোহাম্মদ আলীর দুটি বাড়িতে হামলা চালায়। এ সময় তারা দুটি বাড়িতে ব্যাপক ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয়। এতে করে দুটি দোতলা ভবন ও আসবাবপত্র, একটি গোডাউন, একটি গাড়ির গ্যারেজ, জেনারেটর রুম ও গোলঘর এবং ঘাটে নোঙর করা মোহাম্মদ আলীর সাতটি স্পিডবোট এবং চারটি পণ্য ও যাত্রীবাহী ট্রলার পুড়ে যায়।
গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর ও দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা পৌর শহরের জামতলা মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করে। বিক্ষুব্ধ জনতা শুক্রবার বিকালে বারবাড়িয়া ইউনিয়নের বীর বখুরা গ্রামে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম এ কাউসারের বাড়িতে এবং বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগ নেতা মেফাজ্জল হোসেন সাগরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
স্টাফ রিপোর্টার, রাজশাহী : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবনের সামনের অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। রাত ১২টা পর্যন্ত বাড়িটির সামনের অংশ ভাঙা হয়। এ এইচ এম খায়রুজ্জামান লিটনের তিনতলা বাড়িটি শহরের উপশহর এলাকায়।
কালিয়া (নড়াইল): নড়াইলের কালিয়া উপজেলার (নড়াইল-১ আসন) সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাগান বাড়ি ও উপজেলা আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে ছাত্র-জনতা। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্র-জনতা বুলডোজার দিয়ে দিনাজপুর সদরে সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার বড়ভাই সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের বাসভবনের প্রাচীর গুঁড়িয়ে দিয়েছে। ৫ আগস্ট ঐ বাড়িটি ভেঙে ফেলা হলেও এরপর পুনর্নির্মাণ করা হয় প্রাচীরটি। ছাত্র-জনতা দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং পার্শ্ববর্তী দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের অংশ ভেঙে ফেলে। রাতে খানসামা ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্র-জনতা।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : পৌর সদরের চৌরাস্তা মোড়ে শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
খুলনা অফিস: খুলনার দিঘলিয়ার নগরঘাট এলাকায় বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা ও শেখ রেহানার পৈতৃক সম্পত্তিতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। পাকিস্তান আমলে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে মুসলিম লীগের নেতা খান এ সবুর খুলনার দিঘলিয়ার ভৈরব নদের পাশে নগরঘাট এলাকায় ১ একর ৪৪ শতক (৪ বিঘা) জমি হেবা দলিলের মাধ্যমে দান করেন। পরে ঐ জমিতে পাট গুদাম করা হয়। জমিটি দেখাশোনা করতেন শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসের। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জমিটি প্রায় পরিত্যক্ত ছিল।
আটোয়ারী (পঞ্চগড়) : শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ভিত্তিপ্রস্তরের নামফলক গুঁড়িয়ে দেয় ছাত্ররা।
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) : বুলডোজার দিয়ে উপড়ে গুঁড়িয়ে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মুজিবুর রহমানের স্মারক ভাস্কর্যটি বুলডোজার দিয়ে ভেঙে উপড়ে ফেলে ছাত্ররা।
সোনাতলা (বগুড়া) : উপজেলা আওয়ামী লীগ অফিসে গত বৃহস্পতিবার বিকালে হামলা হয়েছে। রাত ৮টার দিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সোনাতলা উপজেলার পাতিলাকুড়া গ্রামের বাড়ি-ঘরে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
মাদারগঞ্জ (জামালপুর): বৃহস্পতিবার গভীর রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ছোট ভাই মির্জা সোহেলের পেট্রোল পাম্প ভাঙচুর ও টাকা লুটের ঘটনা ঘটেছে। উপজেলা সদরে অবস্থিত লাবনী ফিলিং স্টেশনে ২০/২৫ জন ছাত্র-জনতা হামলা চালিয়ে অফিস রুম, পাম্পমেশিন ও আশপাশের কয়েকটি রুম ভাঙচুর করে।
কুমিল্লা : মহানগর আওয়ামী লীগ অফিসে ‘পাবলিক টয়লেট’ করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঐ ভবনের সামনের খালি স্থানটি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ঘোষণা দিয়ে রাতেই সেখানে কার্যক্রম শুরু করা হয়।
সিরাজগঞ্জ : সাবেক সংসদ সদস্য প্রয়াত আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান স্বপনের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন এলাকায় অবস্থিত দুটি বাড়িতে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে শেখ মুজিব টাওয়ারের ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল নিয়ে বারোবাজারের শমশেরনগরে ঐ ভাঙচুর চালায়।
মাগুরা: সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা খুরশিদ হায়দার টুটুলের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ জনতা শহরের নোমানী ময়দান এলাকায় অবস্থিত তার বাড়িতে ভাঙচুর করে।
দুমকী (পটুয়াখালী): দুমকীতে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দুমকী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ম্যুরালটি এক্সকাভেটর দিয়ে ভাঙচুর করেছে ছাত্র-জনতা।
ভোলা: বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়, পৌরসভা ভবন, জেলা পরিষদ ও জেলা কালেক্টরেট অফিসের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ময়মনসিংহ : নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মারক ম্যুরাল দ্বিতীয় বারের মতো ভেঙেছে ছাত্র-জনতা। পাশাপাশি ভেঙে দেওয়া হয়েছে ব্রহ্মপুত্র সেতুর টোল বক্স। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ছাত্র-জনতা হাতুড়ি দিয়ে ম্যুরাল ভাঙতে শুরু করে। পরে পৌনে ৮টায় এক্সকাভেটর দিয়ে ভাঙা হয়।
রামগঞ্জ (লক্ষ্মীপুর) :লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার জিয়া শপিং কমপ্লেক্সের সামনে পার্কিংয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ছাত্র-জনতা।