ড্রাফট থেকে নাজমুল হোসেন শান্তকে দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। শুরু দিকে ম্যাচ খেলার সুযোগ পেলেও বেশিরভাগ সময় বেঞ্চে কাটাতে হয়েছে জাতীয় দলের এই অধিনায়ককে। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে শান্তর ম্যাচ না খেলার বিষয়টি নেতিবাচক হিসেবে দেখছেন অনেকে।
বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর শান্তর ম্যাচ না খেলা নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে অধিনায়ক তামিম ইকবালকে। শান্তর নিবেদনই দলের জয় সহজ হয়েছে বলে জানিয়েছেন বরিশালের অধিনায়ক।
চ্যাম্পিয়ন হওয়ার পর শান্ত প্রসঙ্গে তামিম বলেন, ‘শান্তর ব্যাপারে বলি, জাতীয় দলের অধিনায়ক, দেশের সেরা ক্রিকেটারদের একজন কিন্তু আমাদের কম্বিনেশনের কারণে বেশি খেলার সুযোগ পায়নি। কিছু দিন আগেও বলেছি, খেলার প্রতি, দলের প্রতি তার নিবেদন ছিল দুর্দান্ত। আমি জানি, তার জন্য না খেলাটা অনেক অনেক কঠিন ছিল। তবে ও সেটা দেখায়নি, যা আমাদের কাজ সহজ করেছে।’
এছাড়া নিজের দল নিয়ে বরিশালের অধিনায়ক আরও বলেন, ‘আমি দুবার ট্রফি জিতেছি। হৃদয়ের কথা যদি চিন্তা করেন, সে সম্ভবত দুই-তিনটি ফাইনাল খেলেও ট্রফি জিততে পারেনি। নাজমুলের ক্ষেত্রেও একই। এই ট্রফি তাদের কাছে আমার তুলনায় অনেক বেশি মূল্যবান, অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং রিশাদের ক্ষেত্রেও। তাই আমার মনে হয়েছে, আমি হয়তো ওদের এই সম্মানটা দিতে পারি যে, ট্রফিটা ওরা নিজের হাতে তুলুক।’
অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রশংসা করে তামিম বলেন, ‘মুশফিককেও অনেক কৃতিত্ব দিতে হবে। যেভাবেই এই ফ্র্যাঞ্চাইজি কাজ করে, অফ ফিল্ডে আমি সব কিছু দেখাশোনা করি। পেমেন্ট সবাই পাচ্ছে কিনা। মুশফিক অন ফিল্ডে কাজ করেছে। যদিও আমাদের সিইও দারুণ।’