রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

রাজনীতিতে আসা প্রসঙ্গে যা বললেন তামিম 

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৫

জাতীয় দলের খেলা অবস্থায় রাজনীতিতে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা। আওয়ামী লীগের টিকিটে দুজনেই সংসদ সদস্য হন। তবে জুলাই বিপ্লবের পর থেকে রাজনৈতিক অবস্থানের কারণে সমালোচিত হচ্ছেন এই দুই ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন তিনি। এ সময় তামিমের কাছে জানতে চাওয়া হয় রাজনীতিতে নাম লেখানোর ইচ্ছে আছে কি না। জবাবে তিনি বলেন, ‘রাজনীতিতে... এখন তো আমি রিটায়ার্ড, যদিও আসিও, এখন ওই আলোচনাটা হবে না…। তবে আল্লাহর রহমতে এ রকম কোনো প্ল্যান নেই।’

বোর্ড সভাপতি হিসেবে দেখা যাবে কি না জানতে চাওয়া হবে জবাবে তামিম বলেন, ‘ওটা দেখা যাক।’

ম্যাচের পরিস্থিতি নিয়ে তামিম বলেন, ‘ফিলিংটা তো ফ্যান্টাস্টিক। ওরা যেভাবে শুরু করেছিল মনে হচ্ছিল ২২০-২৫ চেইজ করতে হতে পারে। শেষ ৩-৪ ওভার আমাদের বোলাররা দারুণ বল করেছে। আমরা খুব বেশি রান দেইনি, বাউন্ডারিও দেইনি। আমাদের হিসাবে ২০ রান তারা কম করেছে। এই উইকেটে ভালো শুরু করলে এই রান তাড়া করা সম্ভব ছিল।’

ইত্তেফাক/জেডএইচ
 
unib