শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টারের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৯) ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। তিনি বলেন, শনিবার রাতে নাহিদ ও সুইট মিলে মোটরসাইকেল যোগে রঘুনাথপুর গ্রাম থেকে ব্যক্তিগত কাজ সেরে পুরাতন বাস্তবপুর গ্রামের দিকে ফিরছিলেন। পথিমধ্যে পুরাতন বাস্তবপুর গ্রামের মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দিলে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/এনএন/এমএস
 
unib