শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

নৌপথে বাল্কহেড চুরি করে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেড চুরি করে কেটে বিক্রির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ সময় বাল্কহেডের কাটা অংশের প্রায় ৩০ টন ওজনের মালামাল উদ্ধার করা হয়। 

জানা গেছে, গত ২৩ জানুয়ারি উপজেলার চর বাউশিয়া এলাকা থেকে এমভি মাছিয়াতা দরবার শরিফ নামে একটি বাল্কহেড চুরি হয়। এ ঘটনায় তদন্তে নামে নৌ-পুলিশ। পরে গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ ঢাকা অঞ্চলের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে, পরবর্তীতে ঢাকার শ্যামপুর থানা পুলিশের সহায়তায় ঢাকার পোস্তগোলা এলাকা থেকে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মোঃ শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০)। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, চোরাইকৃত বাল্কহেডটির লোহার ৪১১টি কাটা অংশ উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৩০ টন। 

নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের অন্তর্গত চর বাউশিয়া ফরাজীকান্দি নদীর ঘাট হতে এমবি মাছিয়াতা দরবার শরীফ নামক একটি বালুবাহী বাল্কহেডের স্টাফগণ বাল্কহেড খরচ বাবদ নগদ টাকা ও প্রয়োজনীয জ্বালানি তেলসহ বালু আনার জন্য সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে বাল্কহেডের স্টাফগণ উক্ত বালুবাহী বাল্কহেড চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়। 

এ ঘটনায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/এনএন/এমআর
 
unib