শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণীর মৃত্যু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩

ভারতে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে ২৩ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক অতিথির সামনে নাচতে থাকা অবস্থায় ওই তরুণীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। খবর এনডিটিভির।

প্রতিবেদন থেকে জানা যায়, মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসোর্টে বোনের বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়েছিলেন পরিনিতা জৈন (২৩)। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই বিদিশাতে এসেছিলেন তিনি। এরপর বিয়ের আনন্দে মঞ্চে উঠে নাচছিলেন তিনি। তবে হঠাৎ করেই সেই তরুণীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি সকলের সামনেই।

অনুষ্ঠানে উপস্থিত এক চিকিৎসক তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করেন। তবে এতে কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওই তরুণীর মৃত্যুর কোলে ঢলে পড়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পরিনিতা ‘হালদি’ অনুষ্ঠানের সময় মঞ্চে নাচছিলেন। ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন সেখানে। বলিউডের জনপ্রিয় ‘লেহরা কে বালখা কে’ গানের তালে নাচার সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। 

জানা যায়, এমবিএ গ্র্যাজুয়েট পরিনিতা ইন্দোরের দক্ষিণ তুকোগঞ্জে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন। তার এক ছোট ভাইও ১২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল।

ইত্তেফাক/এনটিএম/এসআর
 
unib