দরজায় কড়া নাড়ছে বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফি। বাংলাদেশ জাতীয় দলও সেজন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। গেল আসরে সেমিফাইনাল খেলেছিল টাইগার বাহিনী। এবার তাদের নিয়ে আরও বড় স্বপ্ন। গতকাল বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, 'স্বপ্ন দেখলে তো ফাইনাল পর্যন্ত দেখা উচিত।'
কিন্তু সেজন্য প্রস্তুতির প্রসঙ্গটা আসে সবার আগে। এই জায়গায় সুমনের পাশাপাশি সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও ইতিবাচকভাবে দেখছেন নাজমুল হোসেন শান্তদের। মিরপুরে টাইগারদের প্রস্তুতি চলছে জোরেশোরে। এই প্রস্তুতির আগে সবাই খেলেছেন বিপিএলে। তাতে দুইয়ে মিলে ক্রিকেটাররা ভালো অবস্থানে রয়েছেন বলে সুমন-আশরাফুলরা জানিয়েছেন।
সদ্য শেষ হওয়া বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে শান্তর দল ফরচুন বরিশাল। কিন্তু ২২ গজে শান্তকে তেমন একটা দেখা যায়নি। বেশির ভাগ ম্যাচে ডাগ আউটে বসেই কাটিয়েছেন। এই বিষয়ে আশরাফুল গতকাল বলেছেন, 'অনেকে হয়তো ভাবছেন, শান্ত খেলতে পারেনি, এখন কী হবে? আমি মনে করি, সে সবচেয়ে ভালো পারফর্ম করতে পারবে-এই চ্যাম্পিয়নস ট্রফিতে। যারা ভালো খেলেছেন, তাদের তো আলাদা আত্মবিশ্বাস থাকবে। যে কোনো জায়গায় রান করলে আত্মবিশ্বাস তৈরি হয়। অধিনায়ক শান্ত খেলতে পারেনি, কিন্তু এই সময়ে সে যে প্রস্তুতি নিয়েছে, তাতে সবার থেকে ভালো প্রস্তুতি সে নিয়েছে। খেলার কৌশল, ফিটনেস, দক্ষতা-সব বিষয়ে শান্ত প্রস্তুতি নিতে পেরেছে। ক্রিকেট আসলে মাথার খেলা। মানসিকতা ভালো থাকলে ভালো কিছু করা সম্ভব।'
আশরাফুল শান্তর বিষয়টি বোঝানোর জন্য একটি উদাহরণও টেনেছেন। তিনি বলেন, '২০২৩ সালের বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদ যখন ভালো খেলেছিলেন, তার আগের তিনটা সিরিজ তিনি খেলেননি। ঐ সময়ে তিনি একা একা প্রস্তুতি নিয়েছেন এবং দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।'
প্রস্তুতির বিষয়ে হাবিবুল বাশার সুমন বলেছেন, 'ভালো ফর্মে রয়েছেন সবাই। একটা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে তারা এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। আমি মনে করি, চ্যাম্পিয়নস ট্রফির জন্য খুব ভালো প্রস্তুতি হয়েছে।'
এ দিকে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে হাবিবুল বাশার সুমন বলেছেন, 'বৈশ্বিক টুর্নামেন্টে আমাদের রেকর্ড খুব একটা ভালো না। বিশ্বকাপে রেকর্ড ভালো না হলেও চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের রেকর্ড ভালো। আমরা এর আগে এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছি। এবারও যে পারবো না, তা নয়। যখন কোনো টুর্নামেন্ট খেলতে যাবে দল, তখন মনের মধ্যে, বুকের মধ্যে ওই স্বপ্নটা নিয়েই যাওয়া উচিত।'
আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটিতে ভারতকে হারানোর টোটকা হিসেবে সুমন বলেছেন, 'প্রথম থেকেই চাপে ফেলতে হবে। ভারত খুব ভালো দল। তারা চাপে পড়তে পছন্দ করে না, আমরা কয়েক বার দেখেছি চাপে ভেঙে পড়তে। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে যখন তারা খেলে, তখন আমার মনে হয়, তারা একটু বাড়তি চাপেই থাকে। দল হিসেবে ভারতকে বিবেচনা করলে তারা অনেক এগিয়ে আছে, সেটি মানতেই হবে। তাদের দলে চ্যাম্পিয়ন খেলোয়াড় রয়েছে। ম্যাচ জেতানোর মতো অনেক ক্রিকেটার রয়েছে। কিন্তু ভারত আমাদের বিপক্ষে খেলতে গেলেই চাপে পড়ে। যখন চাপে পড়ে তখন তারা স্বভাবসুলভ ক্রিকেট খেলতে পারে না। ব্যাটিং বা বোলিং হোক-প্রথম বল থেকেই তাদের ওপর চাপ তৈরি করতে হবে। আর আমরা যে ভারতকে কখনো হারাইনি, এমনটাও নয়।'
পুরো টুর্নামেন্টে ভালো করার জন্য বিশেষ কোনো ক্রিকেটারকে এগিয়ে না রেখে দলীয় প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। হাবিবুল বাশার সুমন বলেছেন, 'সামষ্টিকভাবে খেলাটা খুব গুরুত্বপূর্ণ। দল যখন সামষ্টিকভাবে খেলতে পারে, তখনই আমরা ভালো খেলি। কিছু খেলোয়াড় রয়েছে, বিশেষ করে পেসাররা ভালো করছেন। তাসকিন দুর্দান্ত খেলছেন, নাহিদ রানার গতিও আমরা দেখেছি। ব্যাটিংয়ে তানজিদ তামিম খুব ভালো করছেন। বিশ্বমঞ্চে খেলতে গেলে দলীয় প্রচেষ্টার কোনো বিকল্প নেই।'