শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও জায়গা দখল, ভুক্তোভোগীদের মানববন্ধন 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১১

সিরাজগঞ্জে তাড়াশে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তিমালিকানা জায়গা দখল করে মহিষলুটি হাটে মাছের শেড নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টা নাগাদ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা। 

মানববন্ধনে ভুক্তভোগী নুর হোসেন অভিযোগ করেন, উপজেলা প্রকৌশল অধিদপ্তর মহিষলুটি চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতি লিমিটেডের সঙ্গে গোপনে চুক্তি করে মহিষলুটি হাটের পাশে তার ১৯ শতক জায়গার দখল নিয়েছেন। এমনকি, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্মাণ কাজ অব্যাহত আছে বলে জানান তিনি। 

এ বিষয়ে নুর হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস বলেন, ‘নিষেধাজ্ঞা সত্ত্বেও মহিষলুটি হাট কমিটি ও এলজিইডি তাদের জায়গায় সেড নির্মাণ চালাচ্ছে। তারা প্রতিদিন কাজে বাঁধা দেওয়া সত্ত্বেও কাজ থামানো পারছে না।’

ভুক্তভোগীদের দাবি, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী ও তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেছে। পাশাপাশি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছে। 

এ ব্যাপারে মহিষলুটি চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আজম আলী বলেন, ‘শেড নির্মাণের কাজ চলবে, কেউ পারলে বন্ধ করুক।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা জানান, উপজেলা প্রকৌশলীকে আদালতের আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং উপজেলা প্রকৌশলী এ বিষয়ে ঠিকাদারকে তিন দফা লিখিতপত্র দিয়ে কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। তবে এ ব্যাপারে ঠিকাদার মো. শামিম হোসেন জানান, এ বিষয়ে তিনি কোনো লিখিতপত্র পাননি।

এ ব্যাপারে পাবনা অঞ্চলের এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মমিন মজিবুল হক সমাজী বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবারকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএস/এমএএস
 
unib