শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

এরদোয়ানের হুঁশিয়ারি

গাজার জনগণকে চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২১

হাজার হাজার বছর ধরে বিদ্যমান গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মালয়েশিয়ায় যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোগান বলেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের। হাজার হাজার বছর ধরে বিদ্যমান গাজার জনগণকে কোনো শক্তিই তাদের চিরন্তন আবাসভূমি থেকে বের করে দিতে পারবে না। সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে এরদোগান বলেন, ইহুদিবাদী সরকারের চাপে গাজা নিয়ে মার্কিন প্রশাসনের প্রস্তাব আলোচনারও যোগ্য নয়।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে চলমান বন্দি বিনিময়ে প্রতিশ্রুতি পূরণের জন্য হামাসের প্রশংসাও করেন এরদোয়ান।

সিরিয়ার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সিরিয়ার বিভিন্ন স্থানে গণকবর উন্মোচিত হওয়ায় আসাদ সরকারের রক্তাক্ত চেহারা উন্মোচিত হচ্ছে। তবে দেশটি শিগগিরই শান্তি খুঁজে পাবে বলে আশা তার।

সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কোনো স্থান নেই উল্লেখ করে এরদোয়ান বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা এসব গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করবেন।

ইত্তেফাক/এসকে
 
unib