শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

প্রযুক্তি এখন অনুভূতি প্রকাশের অন্যতম সহায়ক 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৮

কিছুদিন আগে ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন জোবাইদা। উচ্চশিক্ষা গ্রহণে ছবির মতো গ্রাম শ্রীমঙ্গল ছেড়ে চলে আসতে হয়েছে ঢাকায়। গ্রামের শান্ত পরিবেশ থেকে শহুরে ব্যস্ততাপূর্ণ জীবনের সঙ্গে মানিয়ে নিতে জীবনযাত্রায় নানা পরিবর্তন আনতে হয়েছে।

নতুন পরিবেশ, অপরিচিত মুখ ও ব্যস্ত সূচির কারণে প্রায়ই হাঁসফাঁস লাগে তার। প্রতিদিনই তার পরিবার, বিশেষ করে বাবা-মায়ের কথা মনে হয়। সন্ধ্যার অবসরে তাই সে নিয়ম করে ইমোর এইচডি ভিডিও কলে বাবা মায়ের সঙ্গে কথা বলে মনকে শান্ত করে। তার মায়ের হাসি, ছোট ভাই-বোনদের খুনসুটি তাকে দূরত্ব ভুলিয়ে পরিবারের কাছে রাখে। অন্তত কিছু সময়ের জন্য হলেও, তার মনে হয় সে পরিবারের সাথেই রয়েছে।

জোবাইদার গল্পটি দেশের লাখো মানুষের গল্প, যারা পড়াশোনা ও উন্নতজীবনের আশায় গ্রাম থেকে শহরে আসেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের তথ্য অনুযায়ী, ঢাকার জনসংখ্যার বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ১.৭৪ শতাংশ। নিজেদের শহর-গ্রাম ও ঘর ছেড়ে আসা মানুষগুলোকেও ফেলে আসার কষ্ট তাড়িয়ে বেরায় একাকিত্ব। ঘরে ফেরার আকুলতা ও প্রিয় মানুষদের অভাববোধ তারা প্রতিনিয়তই বোধ করেন। তবে, তাদের এ কষ্ট লাঘবে অনেকখানিই ভূমিকা রাখছে আধুনিক প্রযুক্তি; যেমন, জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলো স্থানিক দূরত্বের বাধা কমিয়ে এনে যোগাযোগকে নিয়ে এসেছে হাতের মুঠোয়।

এ প্ল্যাটফর্মগুলোর এইচডি ভিডিও কলিং ফিচারের মাধ্যমে মানুষ এখন তাদের প্রিয়জনদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারছেন, তাদের দেখতে পারছেন। এইচডি ভিডিও কলিং ফিচার, জোবাইদার মতো যারা পরিবার ছেড়ে এসেছেন, তাদের জন্য শুধুমাত্র একটি ফিচারই নয়, বরং তার চেয়েও বেশি কিছু তাদের অনুভূতির প্রকাশ মাধ্যম।

যোগাযোগ যদি নিরবচ্ছিন্ন না হয়, অপর পাশ থেকে ভিডিও ও কথা যদি স্পষ্ট দেখা ও না শোনা যায়, তবে তা সম্পূর্ণ আবেগ প্রকাশে একধরনের বাধা সৃষ্টি করে। আর ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্য বিবেচনা করে এক্ষেত্রে সমাধান হিসেবে ইমোর এইচডি ভিডিও কল ফিচারের কথা বলা যায়, এমনকি যেসব স্থানে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের চ্যালেঞ্জ রয়েছে, সেখানে তুলনামূলক কমগতির ইন্টারনেটেও ইমো অ্যাপটি ব্যবহার করা যায়।

পাশাপাশি, নিত্য যোগাযোগে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহার করা ব্যয়সাশ্রয়ী, কেননা বেশির ভাগ অ্যাপই বিনামূল্যে ডাউনলোড করা যায়। ইমোর মতো মানসম্পন্ন ও সুবিধাজনক ভিডিও ফিচার দূরত্ব ঘুচিয়ে অনুভূতির প্রকৃত সংযোগ গড়ে তোলে। যার ফলে, এখন শ্রীমঙ্গলে বসে একজন মা, ঢাকায় পড়াশোনা করতে আসা তার মেয়ের সাথে নিয়মিত ভিডিও কলে সংযুক্ত হতে পারছেন। কিংবা সেন্ট মার্টিন দ্বীপে বসবাসরত একজন বাবা চট্টগ্রামে তার মেয়ের চট্টগ্রামে প্রথম চাকরি শুরুর মুহূর্তের সাক্ষী হতে পারছেন।

আধুনিক সময়ের ব্যস্ততার মাঝে অনুভূতির সংযোগ দিনকে দিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে ইমোর মতো ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের ভিডিও কলিং ফিচার, যা প্রযুক্তি আর পিক্সেলের হিসেব ছাড়িয়ে অনুভূতি প্রকাশে সাহায্য করছে কোটি মানুষকে।

ইত্তেফাক/এএম
 
unib