অপারেশন ডেভিল হান্টে মোংলায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ ৬ আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লে: কমান্ডার অনিক মাহমুদ জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মঙ্গলবার ভোর রাতে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ মোংলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৬ আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
আটক আওয়ামী লীগ নেতারা হলেন- মো. জাহাঙ্গীর হোসেন (৪৩), মো. ডালিম (৫২), মো. শফিকুর রহমান (৭২), বিধান চন্দ্র রায় (৬৬)। তাদেরকে ১টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় আওয়ামী লীগ নেতা বিধান চন্দ্র রায়ের কাছ থেকে। অস্ত্র-গুলিসহ আটকদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।
অন্যদিকে মঙ্গলবার রাতে মোংলার কুমারখালী ও গোয়ালেরমেঠ এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম এবং মো. সাইফুল শেখকে আটক করেছে পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।