শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

তেলের লরি ঢুকে গেল গাড়ির বিক্রয়কেন্দ্রে, নিহত এক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৮

রাজধানীর নতুন বাজার প্রগতি সরণি এলাকায় একটি তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির বিক্রয় কেন্দ্রে ঢুকে পড়লে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালের এ ঘটনায় মারা যাওয়া ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ভাটারা থানা এলাকায় প্রগতি সরণি সড়কের পাশে ‘এ ওয়ান ট্রেডিং’ নামের পুরনো বিক্রয় কেন্দ্রে ঢুকে পড়া লরিটির চালক ইব্রাহিমকে (৪৫) গ্রেপ্তারের তথ্য দিয়েছেন থানার এসআই আশরাফুল ইসলাম।

তিনি বলেন, তেলবাহী লরিটি বিমানবন্দর এলাকায় তেল খালাস করে বাড্ডার দিকে ফেরার পথে পুরাতন গাড়ির শোরুমে ঢুকে যায়। সেখানে এক যুবক গুরুতর আহত হলে পথচারীরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, অজ্ঞাত নিহত যুবকের পরনে ছিল চেক গেঞ্জি ও ট্রাউজার। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/এএম
 
unib