বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

অপারেশন ডেভিল হান্ট

বরিশালে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২

অপারেশন ডেভিল হান্টে বরিশাল জেলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিনভর বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন ও বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সবাই আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে একাধিক  মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বরিশাল জেলা পুলিশ সুপার অপারেশন ডেভিল হান্টের অভিযানের বিষয়ে বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অপারেশন চলমান রয়েছে। মঙ্গলবার বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

একই সময়ে বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন ওসি মিজানুর রহমান। গ্রেপ্তারকৃতরা একাধিক হামলা মামলার আসামী বলে জানান তিনি। 

এছাড়া বিকেলে নগরীর রসুলপুর কলোনিতে অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বলকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি
 
unib