শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সিরাজগঞ্জে বেলকুচিতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৯

সিরাজগঞ্জের বেলকুচিতে মৌমাছির কামড়ে আনছার আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা কালিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আনছার আলী সরকার উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জোকনালা গ্রামের সাদেক আলী সরকারের ছেলে।ঘটনার সত্যতা রাতে নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা: একেএম মোফাখখারুল ইসলাম।

স্থানীয়রা জানান, আনছার আলী বিকালে ধানের চারা তোলার জন্য জমিতে যাচ্ছিলেন। এমন সময় সগুনা কালিবাড়ী এলাকায় পৌছাঁলে মৌমাছির দল এসে আনছার আলীকে আক্রমণ করে। এতে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: একেএম মোফাখখারুল ইসলাম জানান, মৌমাছির আক্রান্ত অবস্থায় আনছার আলীকে হাসপাতালে নিয়ে আসলে আমরা মৃত অবস্থায় পাই। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি
 
unib