মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নিখোঁজ ছাত্রের সন্ধান না মেলায় থানা ভাঙচুর করলো এলাকাবাসী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫২

নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও রোমান শেখের সন্ধান দিতে পারেনি পুলিশ। তাকে উদ্ধারের দাবিতে স্থানীয় জনতা মানববন্ধন ও থানা ভাঙচুর করেন।

নিখোঁজ রোমান শেখ মুন্সীগঞ্জের সিরাজদিখানের থৈরগাঁও গ্রামের বাসিন্দা। সে নবম শ্রেণির ছাত্র। পাশাপাশি সে অটোরিকশা চালাতো বলে জানা যায়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) রোমান শেখকে উদ্ধারের দাবিতে স্থানীয় জনতা উপজেলা মোড়ে মানববন্ধন করেন। মানববন্ধনের এক পর্যায়ে তা বিক্ষোভের রূপ নেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা থানায় গিয়ে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর করেন। এমনকি পুলিশের বাধা উপেক্ষা করে থানার সামনে থাকা যানবাহনেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। 

স্থানীয়রা জানান, দারিদ্র্যের কারণে লেখাপড়ার পাশাপাশি মিশুক চালাতেন রোমান। কিন্তু গত ২১ জানুয়ারি থেকে সে নিখোঁজ রয়েছে। ২৩ দিন পেরিয়ে গেলেও রোমান শেখের সন্ধান দিতে পারেনি পুলিশ, যা তাদের ক্ষোভের মূল কারণ।    

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ঘটনার পরপরই মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা যায়।

ইত্তেফাক/এএস/এএইচপি