সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা, আহত ৩

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চাঁদের গাড়ির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম -কাপ্তাই সড়কের মরিয়মনগর বৌদ্ধ বিহারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ফুরকান চন্দ্রঘোনা কালুগোট্টা এলাকার বাসিন্দা মো. হোসেনের পুত্র। এছাড়াও আহতদের মধ্যে একজন সাতকানিয়া এলাকার মো. পারভেজ রয়েছেন। তবে বাকি দুই জনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠবোঝাই চাঁদের গাড়ির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। কাঠবোঝাই চাঁদের গাড়িটি উল্টে যায়। সেই সময় গাড়ির পাশ দিয়ে সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিলো। হঠাৎ করেই গাড়িটি উল্টে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, চন্দ্রঘোনা থেকে আসা দ্রুতগামী একটি চোরাই কাঠবোঝাই চাঁদের গাড়ির সঙ্গে চট্টগ্রাম শহর থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এসময় আহতদের চন্দ্রঘোনা হেলথকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ফুরকানকে মৃত ঘোষণা করেন। 

আহতদের তিনজনের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক পরিষ্কার ও গাড়ি দুটি উদ্ধারের কাজ করেছেন।

ইত্তেফাক/এনটিএম/এএইচপি
 
unib