রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ইতালিতে মাফিয়াবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮১

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২২

ইতালির পালেরমোতে সিসিলীয় মাফিয়াদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে ইতালি সরকার। অভিযানে 'কোসা নস্ত্রা' সংশ্লিষ্ট মাফিয়াদের উচ্চপদস্থ বসসহ ১৮১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিলিতে সংগঠিত অপরাধ দমন এবং মাফিয়াদের পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত রাখার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই অভিযানে ১২০০ পুলিশ কর্মকর্তা অংশ নিয়েছেন। কর্তৃপক্ষ এটিকে অপরাধের জন্য 'কঠিন আঘাত' হিসেবে বর্ণনা করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০ কেজির বেশি বিভিন্ন মাদকদ্রব্যও জব্দ করা হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা পালেরমো ও আশপাশের এলাকায় সক্রিয় একাধিক মাফিয়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত। সন্দেহভাজনদের বিরুদ্ধে মাফিয়া সমিতি, হত্যাচেষ্টা, মাদক পাচার, চাঁদাবাজি, অবৈধ জুয়া ও অস্ত্র অপরাধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সিসিলির কুখ্যাত অপরাধী সংগঠন 'কোসা নস্ত্রা' ১৯৮০ ও ১৯৯০-এর দশকে ইতালিতে ত্রাস সৃষ্টি করেছিল। কয়েক দশক ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পরও তদন্তকারীরা বলছেন, এরা সক্রিয় রয়েছেন এবং প্রভাব ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্স পোস্টে লিখেছেন, মাফিয়াদের অবশ্যই দৃঢ়তার সঙ্গে এবং কোনো আপস ছাড়াই পরাজিত করতে হবে। কারাবিনিয়েরি পুলিশসহ সমস্ত আইন প্রয়োগকারী বাহিনীকে ধন্যবাদ, যারা বৈধতা ও নাগরিকদের সুরক্ষা রক্ষায় প্রতিদিন কাজ করে।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছি। মাফিয়াদের অবশ্যই পরাজিত করা উচিত।

ইত্তেফাক/এসকে
 
unib