শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

চ্যাম্পিয়নস লিগ 

রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে বায়ার্ন-মিলান 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪

গতকাল থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়নস লিগের প্লে অফ পর্ব। প্রথম রাতে প্লে অফ খেলেছে ছয় দল। দ্বিতীয় রাতে আজ মাঠে নামছে আট দল। যেখানে ভিন্ন ভিন্ন মাঠে নামছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ইতালিয়ান ক্লাব এসি মিলান।

এছাড়াও রয়েছে মনাকো ও বেনফিকার ম্যাচ। রাত ১১টা ৪৫ মিনিটে হোম ম্যাচে আটালান্টার বিপক্ষে লড়াই করবে ক্লাব ব্রুগ। ৯ নম্বর দল হিসেবে প্লে অফে খেলছে সিরি 'আ' লিগের ক্লাব আটালান্টা। অন্যদিকে টেবিলের সবশেষ দল হিসেবে প্লে অফ খেলার টিকিট নিশ্চিত ক্লাব রূপ। তার কারণে পারফরম্যান্সের দিক থেকে এই ম্যাচে এগিয়ে থাকবে আটালান্টা।

অন্যদিকে বুন্দেসলিগায় রীতিমতো উঠলেও চ্যাম্পিয়নস লিগের সব একটা সুবিধা করতে পারছেন না হ্যারি কেইনরা। ১২ নম্বরে থেকে প্লে অফের টিকিট কেটেছিল বায়ার্ন মিউনিখ। আজ রাত ২টায় সেল্টিকের বিপক্ষে মাঠে নামবে তারা। অতীতের পরিসংখ্যান ও বর্তমান পারফরম্যান্স সবদিক থেকে এগিয়ে থাকবে জার্মান ক্লাবটি। যদিও ম্যাচটি অনুষ্ঠিত হবে সেল্টিকের ঘরের মাঠ সেল্টিক পার্কে।

তবে চ্যাম্পিয়নস লিগে আজ রাতের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এসি মিলান ও ফেইনুর্ডের ম্যাচ নিয়ে। যদিও কারণটা মাঠের বাইরে। কেননা মিলানের বিপক্ষে নামার আগে গেল পরশু রাতে। নিজেদের কোচ ব্রায়ান প্রিসকেকে বরখাস্থ করে ক্লাব কর্তৃপক্ষ। মৌসুমর মাঝ পথে কোচকে বরখাস্থ করা নিয়ে ফেইনুর্ডের পক্ষে থেকে বলে হয়েছে, তাদের সাথে কোচের বনিবনা হচ্ছে না। কোচের মতের সঙ্গে তাদের মত মিলছে না।

যদিও এই কোচের অধীন গেল মাসে বায়ার্ন মিউখের মতো দলকে হারিয়েছে ফেইনুর্ড। এসি মিলানের মতো বড় দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার কাছে কোচকে ছাঁটাই করার বিষয়টি মাঠে কেমন প্রভাব ফেলবে? এছাড়াও ফরাসি ক্লাব মোনাকো ও পর্তুগিজ ক্লাব বেনফিকর ম্যাচটিও ভক্ত-সমর্থের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। পয়েন্ট টেবিলে দুইদলের অবস্থানও পাশাপাশি। মোনাকো ১৬ নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করেছে এবং বেনফিকা ১৭ নম্বরে থেকে। যার কারণে ম্যাচটি উত্তেজনাপূর্ণ হতে পারে মনে করছেন সমর্থকরা।

ইত্তেফাক/এএম
 
unib