শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের মধ্যে ১৪ পদে বিএনপি সমর্থিত প্রার্থী এবং গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একটি পদে নির্বাচিত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৫ প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়ন দাখিল না করায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল হক আকন তাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সভাপতি পদে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।
সিনিয়র সহ—সভাপতি পদে অ্যাডভোকেট মো. জালাল আহমেদ সবুজ, সহ—সভাপতি ড. আমিনুল ইসলাম, যুগ্ম—সম্পাদক সেলিম আহমদ, সহ—সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, অর্থ—সম্পাদক মো. রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক—সম্পাদক এইচ, এম লোকমান হোসাইন, অডিট সম্পাদক জাফর ইকবাল মাসুদ,
সদস্য পদে মো. সাখাওয়াত হোসেন মোল্যা, মো. মাহবুবুর রহমান স্বপন, মো. জাকির হোসেন অলুকদার, জয়নাল আবেদীন, মুনিরা আক্তার নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে লাইব্রেরী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণঅধিকার পরিষদ সমর্থিত অ্যাডভোকেট মো. জাকির হুসাইন নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সিরাজুল হক আকন জানান, বুধবার শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিনে ১৫ জন প্রার্থী ব্যতিত অন্য কেউ মনোনয়ন জমা না দেওয়ায় সমিতির সংবিধান অনুযায়ী তাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।