রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ইসরায়েলিদের চিকিৎসা দিতে অস্বীকার, অস্ট্রেলিয়ায় দুই স্বাস্থ্যকর্মী বরখাস্ত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৭

ইসরায়েলি রোগীদের চিকিৎসা দিতে অস্বীকার করা ও হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও প্রকাশের অভিযোগে অস্ট্রেলিয়ার দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) কর্মকর্তারা জানিয়েছেন, সিডনির একটি হাসপাতালের ওই নার্স ও পুরুষ কর্মীকে নিয়ে এখন তদন্ত চলছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর এর নিন্দা জানিয়েছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, দু'জনকেই তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা আর কখনো স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কাজ করতে পারবে না।

সাম্প্রতিক মাসগুলোতে অস্ট্রেলিয়াজুড়ে ইহুদি অঞ্চলে বাড়িঘর, গাড়ি এবং উপাসনালয়গুলোতে একাধিক অগ্নিসংযোগ এবং আক্রমণ হয়েছে।

এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জুরির সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রাইভচিন বলেন, আমাদের মধ্যে যে অশুভ শক্তি বিরাজ করছে, তা নিয়ে অস্ট্রেলিয়ানদের জন্য আবারও সতর্ক সংকেত।

ইত্তেফাক/এসকে
 
unib