শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

আবারও তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনের ঘোষণা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৩

মন্ত্রণালয়ের দেওয়া ছয় দফা আশ্বাস আগামী সাত দিনের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে গঠিত প্ল্যাটফর্ম তিতুমীর ঐক্য। শিক্ষার্থীরা বলেন, মন্ত্রণালয় দাবি পূরণে আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের অডিটোরিয়ামের সামনে সংবাদ সম্মেলনে তারা এ কথা জানায়। পরে মন্ত্রণালয়ের ছয় দফা আশ্বাস বাস্তবায়নের জন্য একটি প্রতিনিধি দল চিঠি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যায়।

তাদের দাবির মধ্যে রয়েছে– স্বতন্ত্র তিতুমীর কাঠামো গঠন, ছাত্র-শিক্ষক-শিক্ষাবিদদের প্রতিনিধি কমিটির মাধ্যমে ২০২৪-২৫ সালের ভর্তি কার্যক্রম পরিচালনা এবং সেখানে ন্যূনতম দুটি আন্তর্জাতিক বিষয় আইন এবং সাংবাদিকতা বিভাগ সংযোজন, আন্তর্জাতিক মানের গবেষণাগার ও শিক্ষার্থীদের শতভাগ আবাসিকীকরণের জন্য টিঅ্যান্ডটির মাঠ, রাজউকের জমিসহ অন্যান্য সরকারি জমি শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া, যাতায়াত ব্যবস্থার সংকট কাটাতে ন্যূনতম ২০টি লাল বাস এবং আন্তর্জাতিক মানের লাইব্রেরি দেওয়া।

ইত্তেফাক/এমএএম
 
unib