শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

এই মুহূর্তে রিপোর্ট প্রকাশ করার প্ল্যান নেই বাফুফের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১

নারী ফুটবল ক্যাম্পে ১৮ জন খেলোয়াড় বিদ্রোহ করে এখনো তারা নিজেদের অবস্থানে রয়েছেন। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সাবিনাসহ অন্য ফুটবলারদের সঙ্গে আগেই বসে কথা বলেছিলেন। মাহফুজা আক্তার কিরণ সাবিনাদের সঙ্গে কথা বলে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। তিনি বলেন, 'কোচ পিটারকে নিয়ে সমস্যা, সেটি বাফুফের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানানো হয়েছিল। সিদ্ধান্ত গ্রহণের ব্যপার তাদের। এখানে মহিলা কমিটির কোনো হাত নেই।' 

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল লন্ডনে যাওয়ার আগে পুনরায় অধিনায়ক সাবিনা খাতুনকে একা ডেকে কথা বলেছেন। বিদ্রোহ তালিকায় থাকা সানজিদা আক্তার গতকাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা নিজ অবস্থানে অনড় রয়েছেন। এরই মধ্যে ৩৭ ফুটবলারকে ছয় মাসের জন্য বিভিন্ন বেতন ক্যাটেগরিতে চুক্তি করেছে বাফুফে।

কতজন ফুটবলার ক্যাম্পে নেওয়া হবে? বাফুফে সভাপতি বলেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে ৫২ জন ফুটবলারকে ক্যাম্পে রাখা। এক বছরের জন্য চুক্তি করা হবে। সবার সঙ্গে কথা বলে স্যালারির কন্ট্রাক্ট করা হবে। সেখানে উল্লেখ থাকবে কী কী সুযোগ সুবিধা পাবে মেয়েরা, বাফুফে কী সার্ভিস দিবে, সবই উল্লেখ থাকবে।' তাবিথ বলেন, '৫২ জনের পূর্ণাঙ্গ ক্যাম্প থেকে সারা বছর জাতীয় দল গঠন করা হবে। সামনে অনেক খেলা রয়েছে। বয়সভিত্তিক খেলা রয়েছে। সবই এখান থেকে গঠন করা হবে।' 

আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে দল নিয়ে যাবেন ইংলিশ কোচ পিটার বাটলার। বর্তমান ক্যাম্প ছুটি ঘোষণা করা হবে কি না? তাবিথ বলেন, 'এ সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত হচ্ছে যারা খেলতে চায় তাদের, যারা খেলতে চায় না সিদ্ধান্ত তাদের। আমাদের কাজ হচ্ছে ডেভেলপমেন্টের জন্য ক্যাম্প রেডি রাখা, ক্যাম্পে ইকুইপমেন্টস রেডি রাখা, ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং সেশনস কনটিনিউ করা।' 

তাহলে কি যারা খেলতে চান না তারা ক্যাম্প ছেড়ে চলে যাবেন? 'ক্যাম্প ছাড়তে তো আমি বলিনি। যারা খেলতে চায় খেলবে, যারা খেলতে চায় না তাদের ব্যাপারে পরে একটা সিদ্ধান্ত অবশ্যই হবে-বললেন বাফুফে সভাপতি। কোচ পিটার বাটলার কয়েক জন ফুটবলারের কথা তুলে বলেছেন তারা থাকলে কোচ থাকবে না-এ ব্যাপারে আপনার বক্তব্য কী? তাবিথ বলেন, 'মেয়েদের ব্যাপারে আমি একভাবে দেখি। কারণ তাদের কাছ থেকে একটা অফিসিয়াল ডকুমেন্ট পেয়েছি। কিন্তু অন্যদের কথা অনেক ভাসা ভাসা। কিছু মিডিয়াতে, কিছু সোশ্যাল মিডিয়াতে পাই, মৌখিকভাবে পাই। আমি এগুলো আমলে নিচ্ছি না। আমি মনে করি, পরিস্থিতির কারণে, প্রশ্নের কারণে অনেকে অনেক কিছু বলে, এটা মিসইন্টারপ্রেট হয় অথবা প্রথমে বলে তারপরে রিগ্রেট করে, মাইন্ড বদলায়। আমি অন্য কোনো পথে যাচ্ছি না। আমি যে ডকুমেন্টটা পেয়েছি, তার ওপরই কাজ করছি। পরিস্থিতিটা নিরপেক্ষভাবে সমাধান করা আমাদের দায়িত্ব। আমাদের মেইন ফোকাস হচ্ছে খেলা। সাফের চেয়েও বড় টুর্নামেন্ট খেলা। ঐ ম্যাচগুলোর জন্য আমাদেরকে টিম বানাতে হবে। এ টার্গেট থেকে সরতে পারবো না। এখন সময় এসেছে সাফের চেয়ে বড় কিছু চিন্তা করা।' 

বাফুফে চায় নারী ফুটবলাররা দেশের কথা বিবেচনা করে খেলায় ফিরে আসুক। সাফ অঞ্চলের গন্ডি পেরিয়ে আরো দূরে এগিয়ে যেতে চায় এবং সেখানে টিকে থাকার লক্ষ্য। কোচ পিটার বাটলার প্রশ্নে বাফুফে সভাপতি বলেন, 'সবকিছু বিশ্লেষণ করে, প্ল্যান করে প্লেয়ার সিলেক্ট করেছি, কোচও আমরা সিলেক্ট করেছি। খেলা চলমান অবস্থায় অনেক কিছুই হবে। প্লেয়ার বদলানো যায়, কোচ বদলানো যায়, স্টাফ বদলানো যায়, ডিপেন্ড করে ম্যাচ এবং ম্যাচের পরিস্থিতি। কারো একক পজিশন (খেলোয়াড়দের বিদ্রোহ) নিয়ে কিংবা কারো মন্তব্যের (কোচ) জন্য সিদ্ধান্ত নেওয়া যায় না। ফুটবল ফ্যামিলিতে থার্ড পার্টির জায়গা থাকা উচিত না।' 

বিশেষ কমিটির রিপোর্ট প্রকাশ কবে হবে? বাফুফে সভাপতি বলেন, 'এ মুহূর্তে রিপোর্ট প্রকাশ করার প্ল্যান নেই। এটা একটা আভ্যন্তরিণ ডকুমেন্টস। এটা দ্বারা আমরা অনেক কিছু করতে পারবো। এ রিপোর্টে যেসব সমস্যা উল্লেখ করা হয়েছে, সেখান থেকে আমরা ভবিষ্যতের জন্য কাজ করবো। আগামীতে কোনো সমস্যা ঘটলে আমরা বুঝতে পারব কোথা থেকে কী হয়েছে, কে করেছে, কারা করেছে। সহজেই বুঝতে পারবো কী করতে হবে। কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে এবং তার আগে আপিলেরও ব্যবস্থা থাকবে। আমরা সজাগ থাকব।'

ইত্তেফাক/জেডএইচ
 
unib