বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

২০২৪ সালে রেকর্ড সংখ্যক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার: সিপিজে 

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৩

সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, বিশ্বজুড়ে ২০২৪ সালে বিশ্বের ১৮টি দেশে অন্তত ১২৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। সিপিজে এই সংখ্যা রেকর্ড রাখা শুরু করার পর থেকে তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এবছর সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। খবর রয়টার্সের।

বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সিপিজে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব নিহতের ঘটনার প্রায় ৭০ শতাংশের পেছনে এককভাবে দায়ী ইসরায়েল। ইসরায়েল-গাজা যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ৮৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। আগের বছর সংখ্যাটি ছিল ৭৮ জন। তারা ইসরায়েলের বিরুদ্ধে ঘটনার তদন্ত রোধ করা, সাংবাদিকদের উপর দোষ চাপানোর এবং হত্যাকাণ্ডের জবাবদিহির আওতায় আনার দায়িত্বে অবহেলা করার অভিযোগ করেছে। 

এ বিষয়ে সিপিজের পক্ষ থেকে জানতে চাইলে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তাদের কাছে পর্যাপ্ত কোনো তথ্য নেই। তবে ইসরায়েলি সামরিক বাহিনী কখনোই সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানায়নি, বানাবেও না। এদিকে চলতি বছর এখন পর্যন্ত বিশ্বে অন্তত ছয়জন সাংবাদিক নিহত হওয়ার খবর জানিয়েছে সিপিজে।  

সিপিজের মতে, নিহত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীর সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে ১০২ জন এবং ২০২২ সালে ৬৯ জন সাংবাদিক নিহত হয়েছিল। কমিটি জানিয়েছে, ২০০৭ সালে ১১৩ জন সাংবাদিক প্রাণ হারিয়েছিলেন, যার প্রায় অর্ধেক ইরাক যুদ্ধের কারণে হয়েছিল।

কমিটি জানিয়েছে, গত বছর সুদান এবং পাকিস্তানে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। এ দুই দেশে  ৬ জন করে সাংবাদিক নিহত হয়। এছাড়া মেক্সিকোয় ৫ জন, মিয়ানমার, লেবানন ও ইরাকে ৩ জন করে এবং হাইতিতে ২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

সংগঠনটির হিসাবে, বিশ্বজুড়ে গত বছর ৪৩ জন ফ্রিল্যান্স সাংবাদিক নিহত হয়েছেন। আগের বছর নিহত হয়েছিলেন ১৭ জন ফ্রিল্যান্স সাংবাদিক। তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে সংখ্যাটি ছিল ১২ জন।

সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এক বিবৃতিতে জানান, সংগঠনের ইতিহাসে বর্তমান সময়কে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক বিবেচনা করা হচ্ছে।

ইত্তেফাক/এএম/এমএস
 
unib