সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মোকামছড়া সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ৭টি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির অভিযান টের পেয়ে পালিয়েছে পাচারকারীরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার রাত ২ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া সীমান্ত এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানান, বুধবার রাত ২ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া সীমান্ত এলাকা মোকামছড়া দিয়ে সাতটি ভারতীয় গরু আনার তথ্য পায় বিজিবি। এসময় অভিযানে নামে বিজিরি একটি দল। ওই এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সাতটি ভারতীয় গরু। তবে বিজিবির অভিযান টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। উদ্ধার গরুগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা দেখানো হয়েছে। ওই সাতটি গরু নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। গরু পাচারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।