রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপকে স্বাগত জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। তিনি বলেন, এটি স্পষ্টভাবে ধারণা দেয়, এটি একটি সফল ফোনকল ছিল। আমরা সবাই ইউক্রেনে শান্তি চাই।
ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, শান্তি যেন টেকসই হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আগামী দিন ও সপ্তাহগুলোতে মিত্ররা বিষয়টি নিয়ে আলোচনা করবে।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়। নেতারা ইউক্রেনে শত্রুতা বন্ধ, দ্বিপক্ষীয় সম্পর্ক ও অন্যান্য বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারা যোগাযোগ অব্যাহত রাখতে এবং মুখোমুখি বৈঠক আয়োজনে সম্মত হয়েছেন।
ফোনালাপের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ঘোষণা করেছেন, ইউক্রেন নিয়ে আলোচনা করতে ট্রাম্প ও পুতিনের প্রশাসনের কর্মকর্তাদের মস্কো সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং ইউক্রেনের মীমাংসার বিষয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে মার্কিন কর্মকর্তাদের রাশিয়ায় স্বাগত জানাতে তার প্রস্তুতির কথা ব্যক্ত করেছেন।
এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা শেষ পর্যন্ত দেখা করার প্রত্যাশা করছি। প্রকৃতপক্ষে আমরা আশা করি, তিনি এখানে (সৌদি আরবে) আসবেন, আমিও সেখানে যাব। আমরা সম্ভবত প্রথমবারের মতো সৌদি আরবে দেখা করতে যাচ্ছি। আমরা সৌদি আরবে দেখা করব, দেখি আমরা কিছু করতে পারি কি না।
বৈঠকের তারিখ 'এখনো ঠিক করা হয়নি'। তবে 'খুব বেশি দূরে নয়' বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, এই বৈঠকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জড়িত থাকবেন। আমরা ক্রাউন প্রিন্সকে জানি এবং আমি মনে করি এটি দেখা করার জন্য খুব ভালো জায়গা হবে।